স্বাস্থ্যবিধি স্টোরে আপনাদের স্বাগতম। ‘’উন্নত স্বাস্থ্য, উন্নত দেশ” – এ স্লোগানকে সামনে রেখে আমরা সুস্থ, সুন্দর ও উন্নত জীবন যাপনের জন্য এক নতুন দিগন্তের সুচনা করতে চাই। আপনারা জানেন যে, ২০২০ সাল থেকে স্বাস্থ্য সম্পর্কিত সঠিক এবং উপযুক্ত তথ্য আপনাদের কাছে পৌঁছে দিচ্ছে স্বাস্থ্যবিধি । তারই ধারাবাহিওতায় আমরা অনলাইন স্টোর (store.sasthobidhi.com) চালু করেছি।

স্বাস্থ্যবিধি যেমন সঠিক তথ্য দিয়ে আপনাদের পাশে রয়েছে, ঠিক তেমনি স্বাস্থ্যবিধির স্টোর – নিজস্ব তত্বাবধানে উৎপাদিত, স্থানীয় ভাবে কৃষকের কাছ থেকে সংগৃহীত, ও নির্ভরযোগ্য উৎস হতে সংগৃহীত খাদ্য বা দৈনন্দিন জীবনে ব্যবহার্য বিভিন্ন পণ্য আপনাদের কাছে সহজলভ্য করে তুলবে।

 

ডা তইবুল ইসলাম

সিনিয়র কন্সাল্ট্যান্ট

মানব স্বাস্থ্যের জন্য উপকারি খাদ্যাভ্যাস, জীবন যাত্রায় খাদ্যাভ্যাসের গুরুত্ব, বিভিন্ন স্বাস্থ্যসম্মত খাদ্যপণ্য সম্পর্কে সর্বদা গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিয়ে স্বাস্থ্যবিধিকে এগিয়ে নিতে সদা সচেষ্ট।

আরিফ রব্বানি

কেমিস্ট

স্বাস্থ্যবিধি স্টোরের সকল ঔষধি পণ্যের মান নিয়ন্ত্রণ, প্রস্তুতি ও স্বাস্থ্যসম্মত প্যাকেজিং এর দ্বায়িত্ব পালনের মাধ্যমে গ্রাহকের সন্তুষ্টি অর্জনে সর্বদা সচেতন।

স্টোর.স্বাস্থ্যবিধি.কম (store.sasthobidhi.com) তার গ্রাহকদের ব্যাক্তিগত তথ্যের সুরক্ষায় বিশ্বাস করে। স্বাস্থ্যবিধি স্টোর -এর সম্মানিত গ্রাহকদের অনুরুধ করা যাচ্ছে প্রাইভেসি পলিসি পড়ার জন্য।

আপনাদের ভরসার হাত ধরেই শুরু হয়েছে স্বাস্থ্যবিধি স্টোর এর যাত্রা। আপনাদের সহযোগিতাই স্বাস্থ্যবিধিকে আরও এগিয়ে নিয়ে যেতে সহায়তা করবে। আমাদের উপর আস্থা রাখুন এবং নিয়মিত নিত্যনতুন আপডেট পেতে স্বাস্থ্যবিধির সঙ্গে থাকুন।

ধন্যবাদ

স্বাস্থ্যবিধি স্টোর (store.sasthobidhi.com) 

Shopping Cart
Scroll to Top